দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১৬ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ই মার্চ বিকালে শহরের সমবায় ভবনের নিচতলায় আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাসের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, সিনিয়র সাংবাদিক এম দেলোয়ার হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক শিহাবুর রহমান, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়া, চ্যানেল ২৪এর সাংবাদিক সুমন বিশ্বাসসহ জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দীর্ঘ সময় প্রচার সংখ্যা শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। পত্রিকাটির বস্তুনিষ্ঠ সংবাদের কারণেই দেশব্যাপী পত্রিকাটির ব্যাপক চাহিদা রয়েছে।
আলোচনা সভা শেষে রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা মসজিদের ইমাম মাওলানা মোঃ মোকলেছুর রহমান দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।
ইফতার মাহফিলে পত্রিকার পাঠক, শিক্ষার্থী, জেলায় কর্মরত সংবাদকর্মী, পত্রিকা বিক্রেতাবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।