ঢাকা রবিবার, এপ্রিল ২০, ২০২৫
পাংশায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ চোরাকারবারী গ্রেফতার
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৩-১৫ ১৫:৩৩:০৭

রাজবাড়ী জেলার পাংশায় বাসে তল্লাশি করে চার দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ চোরাকারবারী ফিরোজ আলী (৪৩)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
 গতকাল ১৫ই মার্চ দুপুর আড়াইটার দিকে পাংশা উপজেলা শিয়ালডাঙ্গা এলাকা থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি করে তাকে গ্রেপ্তার করা হয়।
 গ্রেপ্তার হওয়া ফিরোজ আলী মেহেরপুর জেলার কুতুবপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
 রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার(ডিবি’র) ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গা এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৪টি দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দসহ চোরাকারবারী ফিরোজকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত মুদ্রা বাংলাদেশী টাকায় যার আনুমানিক মূল্য ৭লাখ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃত ফিরোজ আলী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

গোয়ালন্দে নানা আয়োজনে শেষ হলো  তিন দিনব্যাপী ১৫৩তম ফকিরী মেলা
বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ