ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দ উপজেলায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৩-২১ ২০:০৪:৪৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল গতকাল ২১শে মার্চ উপজেলা কোর্ট চত্বরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এবং কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডঃ আসলাম মিয়ার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
 ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু।
 গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোশারফ আহমেদের সঞ্চালনায় ইফতার মাহফিলে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম পিন্টু, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মজি মোল্লা, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখনসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের কয়েক হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম মোঃ গোলজার হোসেন।
 ইফতার মাহফিলে এডঃ মোঃ আসলাম মিয়া বলেন, ‘বিএনপি জনগণের সঙ্গে ছিল, জনগণের সঙ্গে আছে এবং আগামী দিনেও জনকল্যাণে কাজ করবে। 
সকলকে সতর্ক করে তিনি বলেন, ‘বিএনপির নাম ব্যবহার করে যারা অপকর্ম করবে তাদের বিএনপি আশ্রয়-প্রশ্রয় দেয় নাই, দিচ্ছেও না এবং ভবিষ্যতেও দেবে না। দেশকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।’
 এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ