ঢাকা বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষকদের নবীণবরণ ও পরিচিত সভা
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৪-২০ ১৫:২৯:১০

রাজবাড়ী জেলার গোয়ালন্দে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার পরিচিতি সভা ও নবীন বরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ২০শে এপ্রিল বিকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি আব্দুল হালিম প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাছরিন নাহার, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর নজরুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ আবুল কাশেম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সানোয়ার আহম্মেদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল বক্তব্য রাখেন।
 অনুষ্ঠান সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকবুল হোসেন।
 অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ খান, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার খান, প্রচার সম্পাদক আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে নবীন ৮জন শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

 

রাজবাড়ী ডিবির মানিকগঞ্জে অভিযান কবর থেকে নুরু পাগলের লাশ উত্তোলনের নির্দেশদাতা ইমম আব্দুল লতিফ গ্রেফ
 রাজবাড়ীতে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
 রাজবাড়ী সড়ক ও জনপথের নতুন নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস
সর্বশেষ সংবাদ