পরিবেশ দূষণের অভিযোগে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচরে অবিস্থত আলোচিত ভিক্টর ভিলেজের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২লাখ টাকা জরিমানা করেছে।
গতকাল ১৪ই মে দুপুরে রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, কৃষি বিভাগ ও প্রাণি সম্পদ বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়। এ সময় পরিবেশ দূষণের অভিযোগ প্রমানিত হওয়ায় নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টের অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ।
এ সময় পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশিদ, গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকনউজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেনসহ গোয়ালন্দ ঘাট থানা পুলিশ একটি দল উপস্থিত ছিলেন।
এর আগে গত ৮ই মে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার কাছে এলাকাবাসী লিখিত অভিযোগ করেন। এতে ভিক্টর ভিলেজের বিরুদ্ধে পরিবেশ দূষণ, আবাদী জমি ধ্বংস ও বসতভিটা দখলের অভিযোগ করা হয়। মইজদ্দিন মন্ডল পাড়া, মাখন বাবুরচর, ছব্দুল খার পাড়া, সাইজদ্দিন মাতব্বর পাড়া, মইজ উদ্দিন মোল্লার পাড়ার ২৭৫জন গণস্বাক্ষর করেন। প্রতিষ্ঠানের মালিক মোঃ রুহুল আমিন ঢাকায় বসবাস করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, শত শত বিঘা আবাদি কৃষি জমি নষ্ট করে ১৭ বছর আগে ভিক্টর ভিলেজ নামক মুরগির খামার গড়ে তোলা হয়। মুরগির বিষ্ঠা হতে সৃষ্ট দুর্গন্ধ থেকে পাঁচ গ্রামে খামারের ময়লা আবর্জনা দ্বারা জনস্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। সীমানা প্রাচীর না থাকাসহ বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা নেই। যত্রতত্র মুরগির বিষ্ঠা ছড়িয়ে থাকা, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা, মরা মুরগী, নষ্ট বাচ্চা ও পচা ডিম ধ্বংসের ব্যবস্থা না থাকায় স্যাঁতস্যাঁতে আবর্জনার দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে অনেকে বিভিন্ন রোগে ভুগছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান বলেন, ভিক্টর ভিলেজ লিমিটেডের মালিক রুহুল আমিন বহু কৃষি আবাদি জমি দখল করে ৮টি মুরগির শেড করেছেন। এ কারণে অনেক আবাদি কৃষি জমি বেদখল হয়ে গেছে। যেটা আইনতসম্মত নয়।
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাহিদ আহমেদ বলেন, ভিক্টর ভিলেজের বিরুদ্ধে মুরগির বিষ্ঠা এবং মরা মুরগি হতে দুর্গন্ধ সৃষ্টি হয়ে পরিবেশ বিপর্যয় প্রমানিত হওয়ায় এবং বর্জ্য ব্যবস্থাপনা সন্তোষজন না হওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২১ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরপরও সংশোধন না করলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিক্টর ভিলেজের মহাব্যবস্থাপক মোঃ ওবায়দুল ইসলাম বলেন, সরকারী বিধিমালা মেনে প্রতিষ্ঠানটি চলছে। স্থানীয় কিছু ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে অভিযোগ করায় প্রশাসন অভিযান চালিয়ে সামান্য ত্রুটি ধরায় জরিমানা করেছে। আগামীতে এ ধরনের ত্রুটিও থাকবে না।