ঢাকা শুক্রবার, জুলাই ৪, ২০২৫
কালুখালীতে ধূমপান ও তামাক আইনসহ বিভিন্ন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-১৮ ১৬:২৪:২৮

 ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইন বাস্তবায়নে গতকাল ১৮ই মে বিকেলে রাজবাড়ী জেলার কালুখালী রতনদিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ ও শাহেদ খান।

 জানা গেছে, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ লঙ্ঘনে অপরাধ স্বীকার করায় ১টি মামলায় ১হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫(১) ধারায় ১টি মামলায় ২০০ টাকা জরিমানা করা হয়  এবং সতর্ক করা হয়।
 এ সময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক, কালুখালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তোবারক দেওয়ান, পেশকার মোঃ মানিক মিয়াসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালুখালীর নাজমা হত্যা মামলায় প্রাক্তন স্বামী  পলাতক মকিমের মোল্লার যাবজ্জীবন কারাদন্ড
বালিয়াকান্দিতে উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন
 কালুখালীতে অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃত শিক্ষক রবিউলের নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ