ঢাকা সোমবার, মে ১৯, ২০২৫
কালুখালীতে ধূমপান ও তামাক আইনসহ বিভিন্ন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-১৮ ১৬:২৪:২৮

 ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইন বাস্তবায়নে গতকাল ১৮ই মে বিকেলে রাজবাড়ী জেলার কালুখালী রতনদিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ ও শাহেদ খান।

 জানা গেছে, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ লঙ্ঘনে অপরাধ স্বীকার করায় ১টি মামলায় ১হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫(১) ধারায় ১টি মামলায় ২০০ টাকা জরিমানা করা হয়  এবং সতর্ক করা হয়।
 এ সময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক, কালুখালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তোবারক দেওয়ান, পেশকার মোঃ মানিক মিয়াসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালুখালীতে ধূমপান ও তামাক আইনসহ বিভিন্ন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট
পাংশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
পাংশায় স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের ধান কেটে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করল আনসার-ভিডিপি
সর্বশেষ সংবাদ