রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলায় বিভিন্ন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ২৯শে জুন বিকেলে সদর উপজেলার বানীবহ ও বালিয়াকান্দি উপজেলা সদরের বাজার ও বহরপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংকন পাল।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘনের অপরাধ স্বীকার করায় ১টি মামলায় ভাই ভাই হোটেল মালিককে ২হাজার টাকা, বাংলাদেশ হোটেল-রেস্তোরঁ আইন ২০১৪ এর ৭ ধারায় অপরাধ স্বীকার করায় নিউ নান্না বিরানি হাউস মালিককে ৩ হাজার টাকা ও পরিবেশ সংরক্ষণ আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় দুইটি মামলায় বাস ও ট্রাক মালিককে ১হাজার ৫০০ টাকাসহ মোট ৬হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্টের অভিযানে জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ইমরান হাসান, জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার মোঃ রাজু আহমেদ ও আব্দুর রশিদসহ জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।