ঢাকা বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
রাজবাড়ী-বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে বিভিন্ন আইনে জরিমানা আদায়
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৬-২৯ ১৫:৩৩:২২

 রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলায় বিভিন্ন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 গতকাল ২৯শে জুন বিকেলে সদর উপজেলার বানীবহ ও বালিয়াকান্দি উপজেলা সদরের বাজার ও বহরপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংকন পাল।
 অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘনের অপরাধ স্বীকার করায় ১টি মামলায় ভাই ভাই হোটেল মালিককে ২হাজার টাকা, বাংলাদেশ হোটেল-রেস্তোরঁ আইন ২০১৪ এর ৭ ধারায় অপরাধ স্বীকার করায় নিউ নান্না বিরানি হাউস মালিককে ৩ হাজার টাকা ও পরিবেশ সংরক্ষণ আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় দুইটি মামলায় বাস ও ট্রাক মালিককে ১হাজার ৫০০ টাকাসহ মোট ৬হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়।
 মোবাইল কোর্টের অভিযানে জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ইমরান হাসান, জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার মোঃ রাজু আহমেদ ও আব্দুর রশিদসহ জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

 

রাজবাড়ী ডিবির মানিকগঞ্জে অভিযান কবর থেকে নুরু পাগলের লাশ উত্তোলনের নির্দেশদাতা ইমম আব্দুল লতিফ গ্রেফ
 রাজবাড়ীতে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
 রাজবাড়ী সড়ক ও জনপথের নতুন নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস
সর্বশেষ সংবাদ