রাজবাড়ী সরকারী কলেজে সকল ছাত্রাবাসে মাস্টার্স কোর্সের শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাসে সিট বরাদ্দের জন্য স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত ১৬ই জুলাই রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর একেএম রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ টোকন মন্ডল, বর্তমান সভাপতি তানভীর খান রনি, সাধারণ সম্পাদ মোঃ রাজন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মোঃ সুজন আলী, সহ-সভাপতি মোঃ হাবিব মুন্সিসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।