ঢাকা শনিবার, জুলাই ১৯, ২০২৫
সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ-সমাবেশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-১৭ ১৫:৩৪:১০

 সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১৭ই জুলাই বেলা ১২টার দিকে মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে পান্না চত্বর প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়।
 এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক জিএস তসলিম আহমেদ ও যুবদল নেতা মেহেদী হাসান তোতা প্রমুখ বক্তব্য রাখেন ।
 বক্তারা বলেন, দেশজুড়ে একের পর এক হত্যাকান্ড ঘটছে। বিচার বহির্ভূতভাবে জনতাকে ব্যবহার করে ‘মব জাস্টিস’-এর ঘটনা ঘটছে। ব্যবসা-বাণিজ্যে লুটপাট চলছে, অথচ আইন-শৃঙ্খলা বাহিনী নিশ্চুপ। সরকারের নির্লিপ্ততায় মানুষের জীবন-সম্পদ আজ নিরাপদ নয়। 
 তারা আরও অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন আবারও সক্রিয় হয়ে উঠছে এবং বিভিন্ন স্থানে অপকর্ম চালাচ্ছে। জুলাই অভ্যুত্থানের ঘটনায় অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি, যা প্রশাসনের ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ।
 বক্তারা আরো বলেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দেওয়া হচ্ছে। এসব অপচেষ্টা গুপ্ত রাজনৈতিক চক্রান্তের অংশ।
 সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি অবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে যুবদল আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

 

রাজবাড়ীতে গণহত্যার বিচারের দাবিতে গণঅধিকার পরিষদের গণ পদযাত্রা
কোটা সংস্কার আন্দোলনে শহীদ সাগর আহমেদের ১ম শাহাদাত বার্ষিকী পালিত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে রাজবাড়ী জেলা বিএনপি’র মৌন মিছিল
সর্বশেষ সংবাদ