জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে আলেম-উলামার ভূমিকা শীর্ষক কুরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ই আগস্ট বিকেলে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেমায়েত উদ্দীন।
মাওলানা আনাস খানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ ফিরোজ আল মামুন।
এ সময় সদর উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ১৩০ জন আলেম-উলামা উপস্থিত ছিলেন।
আলোচকবৃন্দ তাদের বক্তব্যে আলেম সমাজের নৈতিক নেতৃত্ব, সামাজিক দায়িত্ব এবং অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের গুরুত্ব তুলে ধরেন।
সভায় বক্তারা জুলাই গণআন্দোলনে ধর্মীয় মূল্যবোধ ও আলেম-ওলামার সাহসী ভূমিকার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।
অনুষ্ঠানে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে শহফদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।