রাজবাড়ী শহরের বিনোদপুর বিবেকানন্দ পল্লীতে শিব ও কালী মন্দির কমিটির আয়োজনে গতকাল ৮ই আগস্ট শ্রী শ্রী শিব পূজা ও জলযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক রাজেশ কুমার মন্ডল জানান, প্রতিবছরের ন্যায় এ বছরেরও জলযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ই আগস্ট সকালে আমরা শিবের মাথায় জল ঢালার জন্য পদ্মা নদীতে জল আনতে যাই। সেই জল শিবের মাথায় ঢালা হয়। এবারের জলযাত্রাতে প্রায় পাঁচশত ভক্ত অংশগ্রহণ করেন।
শিব ও কালী মন্দির কমিটির সভাপতি নরেশ দাশ বলেন, শ্রাবন মাসের চতুর্দশীতে শিব পুজা ও জল অর্পণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গত ৭ই আগস্ট সন্ধ্যায় ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ই আগস্ট সকালে জলযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এরপর শিবের মাথাই জল ঢালা হয়েছে। শিব পূজা হয়েছে, দুপুরে যজ্ঞ হয়েছে। সন্ধ্যা থেকে পদাবলী কীর্তন হচ্ছে। এবছরে আমাদের এখানে অনেক ভক্তের সমাগম হয়েছে।



