রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২৬শে জানুয়ারি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির জানুয়ারী মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে সভায় পাংশা সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার, পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তেফাজ্জল হোসেন, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, পাট্টা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আকিদুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরান খান প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান, পাংশা বাজারের মধ্যে যানজট নিরসন, ১লা ফেব্রুয়ারী থেকে ১৫ই ফেব্রুয়ারী পর্যন্ত কাগজপত্র বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লংঘনের বিরুদ্ধে অভিযান, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে উদ্ধার অভিযানসহ আইন-শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সম্মিলিত প্রচেষ্টায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিভিন্ন ইউপির চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


