ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ২৭, ২০২৬
রাজবাড়ীতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০১-২৬ ১৪:৪৫:৩১

“জীবাশ্ম জ্বালানিকে না বলুন”-শ্লোগানে রাজবাড়ীতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত হয়েছে। টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ও সুশাসন নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 গতকাল ২৬শে জানুয়ারি রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে মানববন্ধনে অংশগ্রহণ করে রাজবাড়ী ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সার্পোট (ইয়েস) ও শেরেবাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনীর ছাত্রী।
 মানববন্ধনে ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সার্পোট(ইয়েস) রাজবাড়ীর সদস্য মানিক হোসেনের সঞ্চালনায় সংগঠনের সহ দলনেতা সানজিদা এবং এ সি জি সদস্য জহুরা খাতুন বক্তব্য রাখেন।
 মানববন্ধনে জেলা প্রাথমিক কর্মকর্তা মোঃ তবিবর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন এবং টিআইবির কর্মকর্তা মাসুদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
 মানববন্ধনে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। দূষণমুক্ত ক্লিন এনার্জি টেকসই ভবিষ্যৎ  গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে ও যেসব জ্বালানি পরিবেশের জন্য ক্ষতিকর সেসব দ্রব্য পরিহার করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম ও দুর্নীতির ঝুঁকি কমাতে স্বচ্ছতা, জবাবদিহি ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতসহ নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য ৯দফা সুপারিশসমূহ উপস্থাপন করেন বক্তারা।

 

 রাজবাড়ীতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালন
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হবে--নূরুল ইসলাম
বিগত ১৭ বছরের দুঃশাসনের পর আজ সময় এসেছে পরিবর্তনের ঃ বিএনপির প্রার্থী খৈয়ম
সর্বশেষ সংবাদ