এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী জামিল হিজযী শাপলা কলি প্রতীকের পক্ষে নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬শে জানুয়ারি বিকালে বালিয়াকান্দি তালপট্টি চৌরাস্তা থেকে একটি গণমিছিল বের হয়ে বালিয়াকান্দি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
গণ মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের জাতীয় নাগরিক পার্টি ও ১০ দলীয় জোট প্রার্থী জামিল হিজাযী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামাতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার ও সেক্রেটারি এডভোকেট আব্দুর রাজ্জাক প্রমুখ।
পথসভায় ১০ দলীয় জোট প্রার্থী জামিল হিজাযী বলেন, রাজবাড়ী-২ আসনে বালিয়াকান্দি, কালুখালী ও পাংশায় কোন চাঁদাবাজে ঠাঁই নেই। চাঁদাবাজের অত্যাচারে সাধারণ মানুষ আজ দিশেহারা। চাঁদাবাজ, অত্যাচারীদের হাত থেকে রেহাই পেতে আপনারা শাপলা কলিকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে বালিয়াকান্দির ঐতিহ্য সাহিত্যিক মীর মশারফ হোসেনের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। আমি জানি আপনারা সবাই অশান্তিতে আছেন। আপনারা ভয়ে দিনের বেলায় একজনের পক্ষে ভোট চাচ্ছেন আর রাতের বেলায় আমার কাছে গিয়ে দুঃখের কথা বলছেন। আমি সব জানি। আগামী ১২ই ফেব্রুয়ারি নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন এই প্রত্যাশা করছি।


