রাজবাড়ী-১ আসনের গোয়ালন্দে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গতকাল ২৬শে জানুয়ারি বিকাল ৪টায় দৌলতদিয়া টার্মিনাল, লঞ্চ ঘাট, বাজার, রেলওয়ে স্টেশন এলাকায় রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। এর আগে বিকাল ৩টায় দৌলতদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়। সন্ধ্যা ৬টায় ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নঈম আনছারী। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মোহন মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খালেক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, সাংগঠনিক সম্পাদক সুলতান উদ্দিন আহাম্মেদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল অহেদ খান, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মাইনদ্দিন সরদার, যুগ্ম আহবায়ক মোঃ জাহিদ সরদার, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ফজলুল হক ফজল, দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম শেখ, সভাপতি মোঃ জাকির মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মোঃ হুসাইন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।



