ঢাকা রবিবার, আগস্ট ১০, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজবাড়ী জেলা বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৮-০৬ ১৫:৫৮:২২


 ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ৬ই আগস্ট বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে বিজয় মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব এডঃ কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিঃ আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন।
 সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের ইতিহাস দেশের রাজনীতির জন্য একটি বড় শিক্ষা। স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করে টিকে থাকা যায় না। 
 জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দেশের জনগণের সোচ্চার হওয়ার এক গৌরবময় অধ্যায়। আমরা সেই দিনের আত্মত্যাগ ও চেতনা স্মরণ করে সামনে এগিয়ে যেতে চাই। 
 বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা হিটলারকেও হার মানিয়েছেন। গত ১৭ বছর ধরে দেশের মানুষ গুম-খুন, গণতন্ত্র হরণ, ভোটাধিকার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তারই ধারাবাহিকতায় আমরা বিজয় অর্জন করেছি। তবে ষড়যন্ত্র এখনো চলছে। তাই ঐক্যবদ্ধ থেকে আমাদের সংকট মোকাবেলা করতে হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বার্তা তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে’ জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে।” 
 প্রধান উপদেষ্টা নির্বাচনের মাস ঘোষণা করেছেন। তিনি বলেছেন আগামী রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আমাদের এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আগামী নির্বাচনে রাজবাড়ীর দুইটি আসনেই ধানের শীষকে বিজয়ী করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

 

 বিনোদপুর বিবেকানন্দ পল্লীতে  শিব পূজা ও জলযাত্রা অনুষ্ঠিত
ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক সমাবেশ
বালিয়াকান্দিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি
সর্বশেষ সংবাদ