ঢাকা রবিবার, আগস্ট ১০, ২০২৫
ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা॥সমাবেশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৮-০৬ ১৫:৫৮:৪৭

 রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের অর্ধ-বার্ষিক পরীক্ষার ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ৬ই আগস্ট সকাল ১০ টায় ফলাফল ঘোষণার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার উপস্থিত থেকে এই ফলাফল শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
 ফলাফল ঘোষণার আগে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
 এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীসহ চার শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আমি রাজবাড়ী জেলায় যোগদান করার পর থেকেই এই স্কুলের সকল প্রোগ্রামে থাকার চেষ্টা করেছি। এটি জেলার ঐতিহ্যবাহী ও পুরোনো একটি স্কুল। আমি জেলায় যোগদান করার পর এই স্কুলে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রামে থেকেছি। দেখেছি স্কুলটি অনেক গোছানো। এই স্কুলের ফলাফলও মোটামুটি ভালো।
 তিনি আরও বলেন, আগেকার দিনের চেয়ে এখনকার শিক্ষা ব্যবস্থা, পাঠ্য উপকরণ, যাতায়াত ব্যবস্থা সবকিছু অনেক উন্নত অনেক সহজলভ্য। কিন্তু শিক্ষার্থীরা সবকিছু হাতের মুঠোয় পেলেও নিজেকে সেভাবে প্রমাণ করতে পারছে না। এই প্রমাণ করতে না পারার অন্তরায় চিহ্নিত করতে হবে। সে-সব থেকে নিজেকে বিরত রাখতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীর রাষ্ট্র ও সমাজের দায়িত্বভার গ্রহণ করবে। তাই শুধু পাঠ্যবই মুখস্থ করলেই হবে না তাদের চরিত্রবান, নৈতিক ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষক ও অভিভাবক একসঙ্গে কাজ করলেই এ লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
 তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, শিশুদের মোবাইল বা টিভি নয়, বরং একটি ভালো পাঠ্য ও আদর্শচর্চার পরিবেশ দিন। সময় দিন, কথা শুনুন তবেই সন্তান গড়ে উঠবে সঠিক পথে।
 সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল তার জীবন বদলে দিতে পারে। কিন্তু একজন শিক্ষার্থী ভালো ফলাফল করার পেছনে শিক্ষকের চেয়ে অভিভাবকের ভূমিকা বেশি। আমরা চাই শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী তিন পক্ষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে উঠুক।

 

বিএনপি ক্ষমতায় আসলে দৌলতদিয়া পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু করা হবে ----খৈয়ম
গোয়ালন্দে গোধূলী পার্কে বেড়াতে এসে  সংঘবদ্ধ সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই তরুণী
 কিরগিজস্থানে ফোক মিউজিক কম্পিউটিশনে ১০০টি দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে সূচনা শেলী
সর্বশেষ সংবাদ