ঢাকা রবিবার, আগস্ট ১০, ২০২৫
বাংলাদেশের মানুষ রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগকে আর দেখতে চায় না-- খৈয়ম
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৮-০৬ ১৬:০০:০০

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। আজকে ভারতে বসে তারা ষড়যন্ত্র করছে। কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনৈতিক অঙ্গনে দেখতে চায় না। এই হত্যাকারী, এই ফ্যাসিস্ট, এই বাকশালীদেরকে বাংলাদেশে আর রাজনীতি করার কোন অধিকার দেওয়া হবেনা।
 গতকাল ৬ই আগস্ট দুপুর ১২টায় রাজবাড়ী শহরের শহীদ স্মৃতি ফলক চত্বরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই আমাদের আরও সামনে এগিয়ে নিতে হবে।
 তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের মাস ঘোষণা করেছেন। আগামী ফেব্রুয়ারী মাসে নির্বাচন হবে। তাই আপনারা সবাই নির্বাচনের জন্য প্রস্তুত হন। যে লড়াই করেছি ভোট দেওয়ার জন্যে, যে লড়াই করেছি আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্যে সেই অধিকার প্রতিষ্ঠার জন্যে ফেব্রুয়ারী মাসে আরেকবার লড়াই হবে। ভোটের লড়াই হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশের ১৮ কোটি মানুষ একসঙ্গে লড়াই করবে। সেই লড়াইয়ে আপনারা থাকবেন। সেই লড়াইয়ে আপনারা শহর, গ্রাম, মাঠে ময়দানে প্রস্তুত হবেন। সেই নির্বাচনে আমরা একসঙ্গে পায়ে পায়ে মিছিল করবো। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ধানের শীর্ষকে বিজয়ী করে ঘরে ফিরবো।
 রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, গত ১৭ বছর আমরা লড়াই করেছি। শেখ হাসিনা তার পুলিশ বাহিনী ও তার অন্যান্য বাহিনীকে দিয়ে বেপরোয়া ভাবে এই সমস্ত হত্যাকান্ড, এই সমস্ত নির্যাতন করেছে। শেখ হাসিনা তার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ দিয়ে আমাদের সারাদেশের কোমলমতি ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করেছে। এই রাজবাড়ীতেও তারা হামলা করেছে। আপনারা জানেন শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের রাজবাড়ীর ৩জন শহীদ হয়েছে। হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের বহু নেতাকর্মীরা কারাগারে গিয়েছে। আমাদের মা বোনেরাও এই কারাগার থেকে মুক্তি পায়নি। আমাদের সোনিয়া আক্তার স্মৃতি, ফারজানা ইয়াসমিন ডেইজিকে দীর্ঘদিন কারাবাস করতে হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছে, তারেক রহমান নেতৃত্ব দিয়েছে। সেই লড়াইয়ের শেষ পর্যায়ে বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ১৪শত অধিক শিশু নারীসহ তাদেরকে কয়েকদিনের ব্যবধানে হত্যা করা হয়েছে। সেই অভ্যুত্থানে বহু শিক্ষার্থী আহত হয়েছে। আমাদের রাজবাড়ীর অনেকে আহত হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রাজবাড়ীতে অসংখ্য মানুষ জেল খেটেছে।
 সমাবেশে জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহমুদুল হক রোজেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি সুলতানুর ইসলাম মুন্নু, পাংশা পৌরসভা বিএনপির নেতা শওকত সরদার, পাংশা উপজেলা বিএনপির নেতা ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা ও রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল প্রমুখ বক্তব্য রাখেন।
 এর আগে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে শহরের আদর্শ মহিলা কলেজে বকুল তলা থেকে একটি বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক দিয়ে বাজার প্রদক্ষিণ করে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়।

 

বিএনপি ক্ষমতায় আসলে দৌলতদিয়া পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু করা হবে ----খৈয়ম
গোয়ালন্দে গোধূলী পার্কে বেড়াতে এসে  সংঘবদ্ধ সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই তরুণী
 কিরগিজস্থানে ফোক মিউজিক কম্পিউটিশনে ১০০টি দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে সূচনা শেলী
সর্বশেষ সংবাদ