ঢাকা বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
রাজবাড়ী জেলা স্টেডিয়াম সংস্কার ও পর্যাপ্ত অনুশীলনের সুযোগের দাবীতে স্মারক লিপি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৮-২৪ ১৫:৪৩:৪৩

॥ রাজবাড়ী জেলা স্টেডিয়াম সংস্কার ও পর্যাপ্ত অনুশীলনের সুযোগ প্রদানের জন্য গতকাল ২৪শে আগস্ট বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্টেডিয়ামের খেলোয়াড়রা মানববন্ধনের আয়োজন করে। 
 মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে স্মারকলিপি প্রদান করে।  
 মানববন্ধনে ক্রিকেটার তাফসিনের সভাপতিত্বে আরাফ ও হিমেল বক্তব্য রাখেন। মানববন্ধনে  সিয়াম, সোহাগ, তন্ময়, অমি, ইহান, সাম্য, সামি, লাবিব, তামিম, রানা, সোয়াইফ, প্রত্যয়সহ প্রায় অর্ধশতাধিক ক্রিকেটার অংশগ্রহণ করে।
 মানববন্ধনে তারা বলেন, রাজবাড়ী জেলা স্টেডিয়াম দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মাঠের ঘাস অনেক বড় হয়ে গেছে যার জন্য খেলাধুলা করতে আমাদের অনেক সমস্যা হয়। ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ যার জন্য পানি জমে থাকে এবং সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। মাঠে খেলতে আসা খেলোয়াড়দের জন্য বিশুদ্ধ পানির কোন ব্যবস্থা নেই। আমাদের কোন নিরাপত্তার ব্যবস্থা নেই।
 বক্তারা আরো বলেন, আমরা অনেক স্বপ্ন নিয়ে নিয়মিত বিকেলে অনুশীলন করতে আসি। কিন্তু মাঠে বেশিরভাগ সময় বহিরাগত খেলোয়াড়বৃন্দ খেলাধুলা করেন, তাদের দখলেই থাকে মাঠ। এতে আমাদের অনুশীলনে বাধা প্রদান করা হয়। অনেক সময় আমাদের হুমকি দেওয়া হয়। 
 স্মারকলিপি প্রদানের সময় জেলা প্রশাসক সুলতানা আক্তার খেলোয়াড়দের কথা মন দিয়ে শোনেন এবং তাদের সমস্যার দ্রুত সামাধানের আশ্বাস এবং জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদকে খেলোয়াড়দের সমস্যা তুলে ধরে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া মাঠে খেলোয়াড়দের দ্রুত বিশুদ্ধ পানি সরবরাহ করতে তিনি রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাকারিয়াকে অনুরোধ করেন।

 

রাজবাড়ী ডিবির মানিকগঞ্জে অভিযান কবর থেকে নুরু পাগলের লাশ উত্তোলনের নির্দেশদাতা ইমম আব্দুল লতিফ গ্রেফ
 রাজবাড়ীতে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
 রাজবাড়ী সড়ক ও জনপথের নতুন নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস
সর্বশেষ সংবাদ