ঢাকা মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
রাজবাড়ী জেলা কারিগরি শিক্ষক সমিতির সম্মেলনে লিটন সভাপতি-ফারুক সম্পাদক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৯-০৭ ১৬:৩৩:৩৭

 রাজবাড়ী জেলা কারিগরি শিক্ষক সমিতির জেলা সম্মেলনে লিটন সভাপতি-ফারুক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 গত ৬ই সেপ্টেম্বর রাজবাড়ী শহরের মিয়া টাওয়ারের তৃতীয় তলায় ওয়াচমেনস কার্যালয়ে বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
 সম্মেলনের ১ম পর্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন অধ্যক্ষ মোঃ জাকির হোসেন আকন। 
 এছাড়া বিশেষ অতিথি হিসেবে ডাঃ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ সাহাবুদ্দিন সোহাগ, কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হারুনুর রশিদ গাজী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
 মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ও ওয়াচমেনস কো-অডিনেটর মোঃ আব্দুর রউফ হিটুর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরন, রাজবাড়ী চেম্বার অফ কমার্স ও ওয়াচমেনস পরিচালক মোঃ নাসির মিয়া, রাজবাড়ী ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও ওয়াচমেনস পরিচালক মোঃ মোবাইদুল ইসলাম মিরাজ, রাজবাড়ী পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জুলফিকার আলী টিটু, ওয়াচমেনস পরিচালক আব্দুল হালিম, মোঃ শওকত হোসেনসহ রাজবাড়ী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানের ২য় পর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন অধ্যক্ষ মোঃ জাকির হোসেন আকন উপস্থিত কারিগরি শিক্ষকদের সর্বসম্মতির ভিত্তিতে মোঃ সাইফুল ইসলাম লিটনকে সভাপতি, অনন্যা রহমানকে সহ-সভাপতি, মোঃ ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক, রঞ্জন কুমার সাহাকে যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ মোখলেছুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, মোঃ ইলিয়াস হোসেনকে সহ-সাংগঠনিক সম্পাদক ও মোঃ মেহেদী হাসানকে প্রচার সম্পাদক নির্বাচিত করে জেলা কমিটি ঘোষণা করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা কমিটির নবনির্বাচিত কমিটিকে আগামী ২৫শে সেপ্টেম্বরের মধ্যে ৭৭ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।

 রাজবাড়ীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ায় জোহরবারু এলাকায় দুর্ঘটনায় বসন্তপুরের নির্মাণ শ্রমিক বিল্লাল মোল্লা নিহত
বড় ভাই খায়রুর ৪৪তম মৃত্যু বার্ষিকীতে  কবর জিয়ারতে সাবেক এমপি খৈয়ম
সর্বশেষ সংবাদ