রাজবাড়ী জেলার গোয়ালন্দে গত শুক্রবার পুলিশের ওপর হামলা ও গাড়ী ভাংচুর মামলায় গ্রেপ্তারকৃত ৭জনের মধ্যে ৬জনকে গতকাল ৭ই সেপ্টেম্বর বিকেল আমলী আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হজতে পাঠানোর আদেশ দেয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ী ভাংচুরের ঘটনায় মামলা দায়ের হলে ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৭ জনের মধ্যে ৬ জনকে আজ আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে কাজী অপু নামে একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে আদালত ৬জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করে। গ্রেপ্তার অপর আসামী জীবন সরদারকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হবে।
আসামীপক্ষের আইনজীবি ইমদাদুল হক বিশ্বাস বলেন, আসামীদের আদালতে তোলার পর জামিন প্রার্থনা করলে বিচারক সবার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জেল হাজতে পাঠানো আসামীরা হলো- রাজবাড়ী জেলার গোয়ালন্দের দেওয়ান পাড়ার আফজাল সরদারের ছেলে মোঃ শাফিন সরদার(১৯), মোঃ জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি(৩২), ১ নং দিরাস্তুল্লাহ মৃধা পাড়ার মৃত আক্কাস মৃধার ছেলে উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাসুদ মৃধা(২৯), বালিয়াডাঙ্গার লাল মিয়া মৃধার ছেলে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা(৪০), কাজীপাড়ার কাজী আরিফের ছেলে কাজী অপু(২৫) ও দেওয়ান পাড়ার মোকলেসুর রহমান মৃধার ছেলে হায়াত আলী মৃধা(২৯)।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গত ৬ই সেপ্টেম্বর দিনগত রাতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে গোয়ালন্দ থানার বিভিন্ন স্থান থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ী ভাংচুর মামলায় ৫ জন এবং গতকাল ৭ই সেপ্টেম্বর দুপুর ও বিকেলে আরও ২জনসহ মোট ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
এদিকে এখন পর্যন্ত নুরাল পাগলের মাজার ভাংচুর, অগ্নিসংযোগ ও নিহতের ঘটনায় কোন মামলা হয়নি বলে জানা গেছে। তবে এ বিষয়ে থানায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে পুলিশ।
এর আগে গত ৫ই সেপ্টেম্বর দিনগত রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ সেলিম মোল্লা বাদী হয়ে পুলিশের ওপর হামলা, সরকারী কাজে বাঁধা প্রদান ও সরকারী সম্পত্তি ধ্বংসের অভিযোগ এনে ৩ থেকে সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।