রাজবাড়ী জেলার গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, ভাংচুর, লুটপাট এবং ভক্ত রাসেল মোল্লা(২৮)কে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় গত ৯ই সেপ্টেম্বর দিনগত গভীর রাতে পুলিশ আরো ২জনকে গ্রেফতার করেছে। এ নিয়ে এই মামলায় গ্রেফতারের সংখ্যা মোট ৪জন।
এর আগে গত ৮ই সেপ্টেম্বর রাতে নিহত রাসেল মোল্লার পিতা নুরাল পাগলার ভক্ত আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় সাড়ে তিন থেকে চার হাজার ব্যক্তিকে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেন। গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-৫, জিআর নং-২৮৭। ধারাঃ ১৮৬০ এর ধারাঃ ১৪৩/১৪৪/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৭৯/৩৮০/৪২৭/৪৩৬/২৯৫-ক/ ২৯৭/১১৪/৩৪ পেনাল কোড।
গ্রেপ্তার ২জন হলো- গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার শান্ত কাজী(১৯) ও ফরিদপুরের সালথা উপজেলার ঘটরকান্দা গ্রামের মোহাম্মদ আনিসুর রহমান(৩০)। তাদের মধ্যে শান্ত কাজীকে গত ৯ই সেপ্টেম্বর রাত সোয়া ১০টার দিকে নিজ এলাকা থেকে এবং আনিসুর রহমানকে রাত সোয়া ১১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা হাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আজাদ মোল্লার দায়ের করা মামলায় গত রাতে আরও ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে দুটি মামলায় মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে প্রতিটি আসামীকে গ্রেপ্তার করা হচ্ছে। গণ গ্রেপ্তার করে কাউকে হয়রানী করা হচ্ছে না।
এছাড়াও আজাদ মোল্লার দায়ের করা মামলায় গত ৮ই সেপ্টেম্বর রাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দি গ্রাম থেকে মুফতি আবদুল লতিফ(৩৫) এবং গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলম চৌধুরীপাড়ার অভি মন্ডল ওরফে রঞ্জু (২৯)কে গ্রেপ্তার করা হয়। আবদুল লতিফ গোয়ালন্দ পৌরসভার বাইতুল মোকাদ্দাস জামে মসজিদের ইমাম। গত ৯ই সেপ্টেম্বর বিকেলে তাদের আদালতে হাজির করা হলে আব্দুল লতিফ হামলায় অংশগ্রহণের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ই সেপ্টেম্বর নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে রাসেল মোল্লাসহ ভক্তরা অবস্থান করছিলেন। জুমার নামাজের পর গোয়ালন্দ বাজার আনসার ক্লাবে ইমান-আকিদা রক্ষা কমিটি ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ থেকে বেলা ৩টার দিকে অতর্কিতভাবে নুরাল পাগলার দরবারে হামলা চালানো হয়।
মামলার বাদী আজাদ মোল্লা বলেন, ঘটনার সময় একপর্যায়ে ১৫ থেকে ২০ জন দেয়াল টপকে দরবারের ভেতরে ঢুকে গেটের পাশে থাকা তার বড় ছেলে রাসেল মোল্লাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। দরবারে থাকা অন্তত ৫০ জন ভক্ত-মুরিদানকে বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেও দ্বিতীয় দফা রাসেলকে মারধর করা হয়। মুমূর্ষু অবস্থায় রাসেলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মামলার বাদী আজাদ মোল্লার দাবী, অজ্ঞাত আসামীরা নুরাল পাগলার দরবারে ভাংচুর, অগ্নিসংযোগ ও মারধর করে ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি করেছে। দরবার শরীফে ভক্তদের মিলাদ মাহফিলে দেওয়া ৪০ লক্ষাধিক টাকা, ৫০ লাখ টাকার স্বর্ণালংকার, ৫৫ লাখ টাকার মূল্যবান জিনিসপত্রসহ ১ কোটি ৪৫ লাখ টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে হামলাকারীরা।



