ঢাকা শনিবার, নভেম্বর ২২, ২০২৫
বরাটে কুয়েত প্রবাসী নুরুল শিকদারের ইন্তেকাল॥পারিবারিক কবরস্থানে দাফন
  • শিহাবুর রহমান
  • ২০২৫-১০-০২ ১৭:৩১:৫১

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের মধুরদিয়া গ্রামের বাসিন্দা ও আল নিমা এন্ড নূর কুয়েতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসী নুরুল ইসলাম ওরফে নুরু শিকদার(৭০) এর নামাজে জানাযা গতকাল ২রা অক্টোবর সকাল ১০টায় তার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
 জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন কাজ সম্পন্ন করা হয়। জানাযায় ইমামতি করেন ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মুহাম্মদ সিরাজুম্মমুনির।
 তার জানাযাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বরাট ইউনিয়নের চেয়ারম্যান কাজী সামসুদ্দিন, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান রতন, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দেলোয়ার, সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ লোকমান হোসেন ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সৈয়দ আহমেদসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মসুলমান অংশ নেন।
 গত ৩০শে সেপ্টেম্বর দিনগত রাত ১২টার দিকে ঢাকার উত্তরা আহসানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। নুরুল ইসলাম শিকদার এক পুত্র সন্তানের জনক ছিলেন।
 মৃত্যুর আগে আল নিমা এন্ড নূর কুয়েতি ফাউন্ডেশনের মাধ্যমে দেড় শতাধিক মসজিদ, ৩০টি মাদ্রাসা ও প্রায় ৫হাজার টিউবয়েল স্থাপন করাসহ নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড করে এক অনন্য দৃষ্টান্ত তৈরি করে গেছেন তিনি।
 এর পাশাপাশি পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছর গড়ে ৫হাজার অসহায় পরিবারের মধ্যে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করতেন। এছাড়াও রমজান মাসে প্রতিদিন বাড়ীতে রান্না করে নিজস্ব লোকবল দিয়ে বিভিন্ন মসজিদে রোজাদারদের জন্য  ইফতার প্রেরণ করতেন এই প্রবাসী।
 নুরুল ইসলাম শিকদার শুধু মসজিদ মাদরাসা ও টিউবয়েলই স্থাপন করেননি। দিয়েছেন অসহায় মানুষের চিকিৎসার অর্থ এবং এতিম গরীব মেধাবীদের পড়াশোনার খরচও। এছাড়া শীতকালে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ ও চোখে ছানী পড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও করতেন নুরুল ইসলাম শিকদার।
 তার মৃত্যুতে দেশ একজন ভাল মানুষকে হারালে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

 

গোয়ালন্দের উজানচর ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
তারেক রহমানের জন্মদিনে রাজবাড়ীতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সজ্জনকান্দা কাহাড়পাড়ায় এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ