রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদের প্রবেশ পথ, উপজেলা চত্বর এবং আশেপাশের বিভিন্ন স্থান সৌন্দর্য্য বর্ধনের উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।
সরেজমিনে গতকাল ২রা অক্টোবর দুপুরে গিয়ে দেখা যায়, উপজেলা কোর্ট চত্বরে দীর্ঘ দিনের খেলার অনুপযোগী মাঠ ভরাট করে খেলায় উপযোগী করা হয়েছে, মহাসড়ক থেকে সরাসরি উপজেলা পরিষদ বরাবর সড়ক নির্মাণ, সড়কের দু’পাশে ফুলের চারা রোপণ, রাস্তা জুড়ে থাকা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান নির্দিষ্ট স্থানে স্থানান্তরের পাশাপাশি ইউ আকৃতির ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাঝখানে বসার জন্য মাথার উপরে ছাতা দিয়ে গোল চত্বর তৈরি, বিকেলে ভলিবল খেলার মাঠ তৈরিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ দৃষ্টি আকর্ষণ করছে উপজেলা পরিষদে আগত উপকার ভোগীদের।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন দপ্তারিক কাজের পাশাপাশি উপজেলা পরিষদকে একটি চমৎকার রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, গোয়ালন্দকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও তদারকি শুধু উপজেলা প্রশাসন বা ব্যবসায়ী সমিতির দায়িত্ব নয়, এটি সকলের সম্মিলিত দায়িত্ব। ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, নালায় আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে ও ট্রাফিক আইন মেনে চলতে হবে।
তিনি আরো বলেন, উপজেলা চত্বরের পাশে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেগুলো পরিচ্ছন্ন রাখতে হবে এবং সাজিয়ে-গুছিয়ে পরিচালনা করতে হবে বলে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’



