ঢাকা শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
কালুখালীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
  • জুয়েল সরদার
  • ২০২৫-১০-০২ ১৭:৩৭:১০

 রাজবাড়ী জেলার কালুখালীতে গতকাল ২রা অক্টোবর সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 
 এর আগে সকাল থেকেই মন্ডপে মন্ডপে বেজে উঠে বিদায়ের সুর। ভক্তরা বিষাদ ভুলে হাসিমুখে দেবী মা’কে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে ওঠেন। বিসর্জনের আগ পর্যন্ত তারা একে অন্যকে সিঁদুরে রাঙান, নাচ-গান করেন, যেন সারা বছর এমন আনন্দে কাটে। পরে দেবী দুর্গাকে নিয়ে বিসর্জন ঘাটে ভিড় করেন ভক্ত অনুরাগীরা।
 বিসর্জনে আসা সঞ্জয় হালদার বলেন, মা দেবী দুর্গা সকল মানুষকে ভালো রাখুক। পৃথিবীটা যেন ভালো থাকে। অশুভকে বিনাশ করেন। পাশাপাশি দুষ্টের দমন ও শিষ্টের লালন করেন। আজকের দিনে এই আশাই আমি করি মা দেবীর কাছে।
 সরেজমিনে উপজেলার রতনদিয়া গ্রাম সার্বজনীন পূজা মন্দির, মালিয়াট মদন মোহন জিউ পূজা মন্দির ও বোয়ালিয়া সার্বজনীন পূজা মন্দিরের প্রতিমা বিসর্জনের সময় মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকসহ অসংখ্য ভক্ত অনুরাগীরা উপস্থিত ছিলেন।
 এ বছরে কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের ৫৫টি মন্ডপ ও মন্দিরে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। 
 উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন স্থানে বিসর্জন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি শামস্ সাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জাহেদুর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজয় কুমার বসু জানান, এবছর কালুখালীতে ৫৫ টি মন্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। প্রশাসনের কঠোর নজরদারিতে কোনো মন্দিরে হামলা ও বিশৃঙ্খলার কোনো ঘটনা ঘটেনি। 
 কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, বিজয়া দশমীর সন্ধ্যার মধ্যেই প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। পুলিশের কঠোর নিরাপত্তা থাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বলেন, এবছর উপজেলার ৭টি ইউনিয়নের ৫৫টি পূজা মন্ডপ ও মন্দিরে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গাপূজা। প্রশাসনের কঠোর নজরদারি থাকায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দুর্গাপূজা। বিজয় দশমীতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পূর্ণ হয়েছে। 
 উল্লেখ্য, গত ২৮শে সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। গতকাল ২রা অক্টোবর) বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হয় ৫দিনব্যাপী এবাবের শারদীয় দুর্গোৎসব।

 কালুখালীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
 খানগঞ্জ ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করলেন সাবেক এমপি খৈয়ম
গোয়ালন্দে শোভা বর্ধণে কাজ করছেন ইউএনও
সর্বশেষ সংবাদ