ঢাকা শনিবার, নভেম্বর ২২, ২০২৫
পাংশায় ডিবির হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১০-০৪ ১৫:২৯:০৮

 রাজবাড়ী জেলার পাংশায় অভিযান চালিয়ে ২শত পিস ইয়াবাসহ ২জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
 গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ী জেলার পাংশা উপজেলার রামকোল বাহাদুরপুর গ্রামের শুকুর মৃধার ছেলে রাজু মৃধা(২৪) ও কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের মৃত আসলাম মিয়ার ছেলে মিরাজ ইসলাম(৩৩)।
 রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মফিজুল ইসলাম জানান, গত ৩রা অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার টিম রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে রামকোল বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর থেকে ২শত পিস ইয়াবাসহ রাজু মৃধা ও মিরাজ ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
 গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 

গোয়ালন্দের উজানচর ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
তারেক রহমানের জন্মদিনে রাজবাড়ীতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সজ্জনকান্দা কাহাড়পাড়ায় এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ