রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৫নং ফেরী ঘাটের খানাখন্দে ভরা অ্যাপ্রোচ সড়কে গতকাল ২রা ডিসেম্বর সকালে পণ্যবাহী একটি ট্রাক উল্টে যায়। এ সময় চাপা পড়ে উল্টে যাওয়া ট্রাকটির চালক টিটু মিয়ার(৩০) একটি হাত ভেঙ্গে যায়। পরে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ট্রাক থেকে মাল খালাস করে বেলা আড়াইটার দিকে চেইন কপ্পা দিয়ে ট্রাকটি ওঠানো হয়।