রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামে রাতের অন্ধকারে মেহগনী গাছের চারা কর্তন ও জমির সীমানা পিলার উঠিয়ে ফেলেছে দুর্বৃত্তরা। গত ৪ঠা ডিসেম্বর দিবাগত রাতে শামুকখোলা গ্রামের গফুর খন্দকারের বসতবাড়ী সংলগ্ন জমিতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গফুর খন্দকার জানান, শত্রুতাবশতঃ তার জমিতে রোপনকৃত ৬টি মেহগনী গাছের চারা কর্তনসহ জমির সীমানা পিলার উঠিয়ে ফেলা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন।