ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দি বাজারের ২জন ভুয়া চিকিৎসকসহ ৪জনের জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-১২-২৪ ১৪:১৭:১৬
রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে গতকাল ২৪শে ডিসেম্বর দুপুরে বালিয়াকান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে গতকাল ২৪শে ডিসেম্বর দুপুরে বালিয়াকান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

  অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ‘চিকিৎসা সেবা প্রদানের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়’ রামপদ বিশ্বাস নামে একজন চক্ষু চিকিৎসককে ৫ হাজার টাকা ও সাধন ডেন্টাল কেয়ারের মালিক দন্ত চিকিৎসক মনীন্দ্রনাথ মজুমদারকে ৮ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী ও বিক্রির দায়ে হোটেল ব্যবসয়ী বিষ্ণু কুন্ডুকে ২ হাজার টাকা ও এক ফাস্টফুডের দোকানীকে ২হাজার টাকাসহ ৪ জনকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। 

  জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক ও আর্মড ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ