ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশায় অধ্যাপক সহিদুর রহমানের পিতা-মাতার স্মরণে দোয়া মাহফিল
  • মোক্তার হোসেন
  • ২০২০-১২-২৫ ১৩:৩৭:১০
পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহিদুর রহমানের পিতা-মাতার স্মরণে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহিদুর রহমান, ব্যবসায়ী হাজি আব্দুল কুদ্দুস ও আতিকুর রহমানের পিতা মরহুম লাল চাঁদ মন্ডল ও মাতা মরহুমা কোহিরন নেছার স্মরণে গতকাল ২৫শে ডিসেম্বর জুম্মার নামাজের পর পাংশা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

  মিলাদ ও দোয়া পরিচালনা করেন হোগলাডাঙ্গী মোহাম্মাদীয়া কামিল মডেল মাদরাসার প্রধান মোহাদ্দেস মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব। 

  অনুষ্ঠানে পাংশা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন মসজিদের সাধারণ সম্পাদক নওশাদ আলী চৌধুরী, হাজী আব্দুল কুদ্দুস, মোঃ সহিদুর রহমান, আতিকুর রহমান, মাওলানা রাশেদুজ্জামান, সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও মসজিদের মুসল্লীরা উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, সহিদুর রহমান, আব্দুল কুদ্দুস ও আতিকুর রহমানের পিতা কালুখালীর কালিকাপুর ইউপির শ্যামলাবাড়ী গ্রামের বিশিষ্ট সমাজসেবী লাল চাঁদ মন্ডল ১৯৯৯ সালে ও তার স্ত্রী কোহিরন নেছা ২০১৫ সালে ইন্তেকাল করেন। 

 
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ