ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নের ৫শ পরিবারের মধ্যে সরকারী ত্রাণ বিতরণ
  • মনির হোসেন
  • ২০২০-০৫-০৬ ১৮:০১:৩৮
করোনা ভাইরাস সংকটের কারণে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আরো ৫শত কর্মহীন পরিবারের মধ্যে সরকারী মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় ১০ কেজি করে চাল ও ৬টি করে ডিম বিতরণ করা হয়েছে -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাস সংকটের কারণে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আরো ৫শত কর্মহীন দুস্থ-অসহায় পরিবারের মধ্যে সরকারী মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় ১০ কেজি করে চাল ও ৬টি করে ডিম বিতরণ করা হয়েছে। 
  উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে গতকাল ৬ই মে সকালে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় বেয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম, সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ট্যাগ অফিসার) আব্দুল জব্বার, ইউপি সচিব ও ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন। 

 

দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠায় আলেম-ওলামা  ও যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে--আমির হামজা
গোয়ালন্দ মোড়ে পিকআপ থেকে ২৮৮ বোতল ফেনসিডিলসহ ২জন গ্রেফতার
গোয়ালন্দে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ইউএনও’র ক্রীড়া সামগ্রী বিতরণ
সর্বশেষ সংবাদ