ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
বালিয়াকান্দিতে প্রদর্শনীর মৎস্য চাষীদের মধ্যে বিভিন্ন উপকরণ ও দুস্থদের মধ্যে মাছ বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৫-০৬ ১৮:০৫:১০
বালিয়াকান্দি উপজেলার ৩টি প্রদর্শনীর মৎস্য চাষীদের মধ্যে গতকাল বুধবার বিভিন্ন উপকরণ এবং ১শত জন দুস্থ মানুষের মধ্যে মাছ বিতরণ করা হয়েছে -মাতৃকণ্ঠ।

মুজিববর্ষ উপলক্ষে ২০১৯-২০২০ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প(২য় পর্যায়) এর আওতায় বালিয়াকান্দি উপজেলার ৩টি প্রদর্শনীর মৎস্য চাষীদের মধ্যে বিভিন্ন উপকরণ এবং ১শত জন দুস্থ মানুষের মধ্যে মাছ বিতরণ করা হয়েছে।
  বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ৬ই মে দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই উপকরণ ও মাছ বিতরণ করা হয়। এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ আহম্মেদ, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহাদত ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক ও ক্ষেত্র সহকারী রউফুর মুরসালিন, ইমরান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। 
  উল্লেখ্য, ৩টি প্রদর্শনীর মৎস্য চাষীদের মধ্যে বিতরণকৃত উপকরণসমূহের মধ্যে ছিল  ২২০ কেজি কার্প জাতীয় মাছের পোনা, দেড় কেজি মাছের রেণু, ২০০ কেজি খৈল, ১০৭ কেজি ইউরিয়া সার, ৫৩ কেজি টিএসসি সার, ৩৩ বস্তা মাছের খাবার, ৩ বস্তা চুন, ১ লিটার সুমিথিয়ন ও সাইন বোর্ড। এছাড়া ১শ’ জন দুস্থ মানুষের মধ্যে দেড়শ’ কেজি তেলাপিয়া ও সিলভার কার্প মাছ বিতরণ করা হয়। 

 

গোয়ালন্দে অপহৃত ব্যক্তি উদ্ধার॥৩জন গ্রেফতার
রাজবাড়ী-২ আসনে আবুল হোসেনকে বিএনপির প্রার্থী ঘোষণা করলো নেতারা
পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
সর্বশেষ সংবাদ