ঢাকা শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
পাল্টা কমিটি গঠনের জেরে রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব দুলালকে অব্যাহতি
  • প্রেস বিজ্ঞপ্তি
  • ২০২১-০১-২২ ১৩:৩০:১৮

পাল্টা কমিটি গঠনের জেরে রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলালকে সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 

  গতকাল ২২শে জানুয়ারী বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডঃ রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ‘অব্যাহতি প্রদানের পত্রে’ উল্লেখ করা হয়েছে, গত ১২ই জানুয়ারী ২০২১, রাজবাড়ী জেলা বিএনপিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আপনিসহ আরও ৩জন যুগ্ম-আহ্বায়কের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। আপনারা কারণ দর্শানোর যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। আপনারা আপনাদের জবাবেই পাল্টা কমিটি গঠনের কথা স্বীকার করেছেন। পাল্টা কমিটি ঘোষণার পূর্বে কেন্দ্রকেও অবহিত করেননি। এ জন্য নির্দেশিত হয়ে জানাচ্ছি যে, আপনাকে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আপনি এখন থেকে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।’ বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান মাশুক ও সেলিমুজ্জামান সেলিম, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী এবং ১নং যুগ্ম-আহ্বায়ক ও সদস্য সচিব(দায়িত্বপ্রাপ্ত) এডঃ কামরুল আলমকে অব্যাহতির পত্রের অনুলিপি প্রদান করা হয়েছে   -প্রেস বিজ্ঞপ্তি। 

ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের রাজবাড়ী জেলা কমিটি গঠন
পাল্টা কমিটি গঠনের জেরে রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব দুলালকে অব্যাহতি
রাজবাড়ী পৌরসভার ৪টি ওয়ার্ড ছাত্রলীগের কমিটির অনুমোদন
সর্বশেষ সংবাদ