ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
রাজবাড়ীর দৌলতদিয়ায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০২-১৭ ১৩:৪৩:২৭
পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম গত ১৬ই ফেব্রুয়ারী বিকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

  গত ১৬ই ফেব্রুয়ারী বিকালে তিনি দৌলতদিয়ার ফেরী ঘাট ও আশপাশের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামসহ কর্মকর্তাগণ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা তার সাথে ছিলেন।

  পরিদর্শনকালে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, সরকার এ এলাকার নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং কাজের অগ্রগতি বৃদ্ধিতে নজরদারী রয়েছে। 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ