ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীর দৌলতদিয়ায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০২-১৭ ১৩:৪৩:২৭
পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম গত ১৬ই ফেব্রুয়ারী বিকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

  গত ১৬ই ফেব্রুয়ারী বিকালে তিনি দৌলতদিয়ার ফেরী ঘাট ও আশপাশের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামসহ কর্মকর্তাগণ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা তার সাথে ছিলেন।

  পরিদর্শনকালে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, সরকার এ এলাকার নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং কাজের অগ্রগতি বৃদ্ধিতে নজরদারী রয়েছে। 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ