ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
দৌলতদিয়ার দুর্গম কুশাহাটা চরের বাসিন্দাদের চিকিৎসা সেবা প্রদান
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০২-১৮ ১৪:৪৫:০২
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা-যমুনা নদী বেষ্টিত দুর্গম কুশাহাটা চরের বাসিন্দাদের চিকিৎসা সেবা দিয়েছেন স্বাস্থ্য কর্মীদের একটি দল -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা-যমুনা নদী বেষ্টিত দুর্গম কুশাহাটা চরের বাসিন্দাদের চিকিৎসা সেবা দিয়েছেন স্বাস্থ্য কর্মীদের একটি দল।

  গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের উদ্যোগে গতকাল ১৮ই ফেব্রুয়ারী দিনব্যাপী সুবিধা বঞ্চিত চরবাসীকে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা কার্যক্রমের মধ্যে ছিলো ১৫ মাস বয়স পর্যন্ত সকল শিশুকে ইপিআই টিকা প্রদান। এর পরিচালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য সহকারী মোঃ মোশারফ হোসেন। অন্যান্য রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসাপাতালের মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম। 

  এ সময় প্যাথলজী সেবার পাশাপাশি গর্ভবতী মহিলাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসা সেবায় আরও অংশ নেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক রাসেল আহমেদ, মোঃ সাজ্জাদ হোসেন, মেডিক্যাল টেকনোলজিস্ট ঈমান হোসেন, কাউন্সিলর জিন্নাত রেহেনা, প্যারামেডিক শিহাব মাহমুদ, হারুন অর রশীদ, ফয়জুন নাহার বৃষ্টি, পিয়ার এডুকেটর বেলী বেগম, রুবি, রুমা আক্তার পায়েল, রেহেনা আক্তার প্রমুখ। 

  উপজেলা স্বাস্থ্য সহকারী মোশারফ হোসেন জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ মাহমুদের দিক-নির্দেশনায় আমরা প্রতি মাসের ১৮-২০ তারিখে কুশাহাটায় ইপিআই টিকা কার্যক্রম পরিচালনা করি।

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ