ঢাকা বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
বায়ুর মান সম্পর্কিত তথ্য পেতে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ফরিদপুর শহরে একুমেস পড মেশিন স্থাপন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৩-০২ ১৪:৩২:৪০

বায়ু’র মান সম্পর্কিত তথ্য পেতে এডিবির অর্থায়নে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ফরিদপুর শহরের ৩টি স্থানে(ফরিদপুর পৌরসভা ভবন, সরকারী বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় ও টেপাখোলা সিআরটিসি ট্রেনিং সেন্টারের ছাদে) ৩টি একুমেস পড মেশিন স্থাপন করা হয়েছে। গতকাল ২রা মার্চ এই একুমেস পড মেশিনগুলো স্থাপনকালে পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদ, সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন ও সহকারী পরিচালক মিতা রাণী দাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই মেশিনের মাধ্যমে ফরিদপুর জেলার বায়ুর সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, ওজোন, পিএম ২.৫, পিএম ১০ এবং একটি কেন্দ্রে কার্বন মনো অক্সাইডের পরিমাপ করা সম্ভব হবে। 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ