রাজবাড়ী জেলার পাংশা হাসপাতালে গতকাল ৬ই মে দুপুরে অজ্ঞাত হতদরিদ্র মানসিক ভারসাম্যহীন মুমুর্ষ এক মহিলা (৪৫)কে ভর্তি করে তার চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আহসান উল্লাহ।
মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই মহিলা মুমুর্ষ অবস্থায় পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে পড়ে থাকতে দেখে ওসি মোঃ আহসান উল্লাহ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভ্যানযোগে পাংশা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান এবং তার চিকিৎসার ব্যয়ভার নিজেই গ্রহণ করেন। একই সাথে মহিলার জন্য নতুন ম্যাকসি ও র্যাকসিন ক্লোথ কিনে দেন। তাকে গোসল করানোসহ হাসপাতালে দেখভাল করার ব্যবস্থা করেন তিনি।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ বলেন, অজ্ঞাত মহিলা তার পরিবারের অবহেলা ও অব্যবস্থাপনার শিকার। ময়লা জীর্ণছিন্ন কাপড়ে স্কুল মাঠের এক কোণে কয়েক দিন ধরে পড়ে থাকায় তার শরীরের মাছি লেগেছে। হাসপাতালে গোসল করিয়ে তাকে নতুন কাপড় পড়ানো হয়েছে। স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ায় বর্তমানে আশংকামুক্ত। অজ্ঞাত হতদরিদ্র মহিলার পরিবারের ঠিকানা অনুসন্ধান করা হচ্ছে বলে জানান তিনি।
পাংশা হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত ডাঃ রুতমিলা ও ডাঃ তিতুমীর বিশ্বাস জানান, হাসপাতালে ভর্তির পর স্যালাইন দেওয়াসহ প্রয়োজনীয় চিকিৎসায় ওই মহিলার শারীরিক দুর্বলতা কেটে উঠছে।