ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
বালিয়াকান্দি শতবর্ষীদের বাড়ীতে গিয়ে ফুল-ফল দিলেন থানার ওসি
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৩-২৪ ১৬:৩১:৪৩
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে শতবর্ষী বৃদ্ধদের বাড়ীতে গিয়ে ফুলের তোড়া, ফল ও ক্রেস্ট তুলে দেন গেলেন বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ফুল, ফল ও মুজিব বর্ষের ক্রেস্ট নিয়ে শতবর্ষী বৃদ্ধদের বাড়ীতে গেলেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) তারিকুজ্জামান।

  গতকাল বুধবার সকাল থেকে দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-চোখে দেখা বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের ১২০ বছর বয়সী জন জোয়াদ্দার, নারুয়া গ্রামের ১১৩ বছর বয়সী বৃদ্ধ আফসার বিশ^াস, নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ১০২ বয়সী অবঃ পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের ১০২ বছর বয়সী কালিপদ সোম, কুবদী গ্রামের ১০৮ বছর বয়সী বৃদ্ধা ছকিনা বেগমের বাড়ীতে তাদের হাতে ফুলের তোড়া, ফল ও ক্রেস্ট তুলে দেন।

  এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পুলিশ পরিদর্শক(তদন্ত) সুমন আদিত্যে, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী, নারুয়া বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আব্দুর গণি ও সোনাপুর বাজার বণিক সমিতির সভাপতি আজিজ ইকবাল উপস্থিত ছিলেন।  

  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামানের এই উদ্যোগকে শতবর্ষী বৃদ্ধসহ সবাই সাধুবাদ জানান।

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ