রাজবাড়ী জেলার কালুখালীতে ২য় ধাপে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন হাট-বাজারে মাস্ক বিতরণ করেছে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নির্দেশক্রমে তার পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশষ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুলের সার্বিক সহযোগিতায় জেলার পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীতে এ মাস্ক বিতরণ করা হচ্ছে। গতকাল বুধবার বিকাল ৪টায় বোয়ালিয়া মোড়, বাংলাদেশ হাট মোড়, পাইকারা মোড় ও খাগজানা বাজার সহ বিভিন্ন স্থানে এ মাস্ক বিতরণ করা হয়।