ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
চুলার আগুনে গোয়ালন্দের উজানচরে ৭টি পরিবারের সমূদয় সম্পদ ভষ্মিভূত
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৪-২৪ ১৪:৫৫:৪৬

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখান পাড়ায় ভায়াবহ আগুনে নিঃস্ব হয়ে গেছে অসহায় ৭টি পরিবার।

  গতকাল ২৪শে এপ্রিল বিকাল ৫টার দিকে ওই গ্রামের জাহাঙ্গীর মোল্লার বাড়ি হতে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা জানান।

  আগুনে পোড়া ক্ষতিগ্রস্থরা পরিবার গুলো হলো ঃ জাহাঙ্গীর মোল্লা, মোজা মোল্লা, মাইনদ্দিন মোল্লা, নিজাম মোল্লা, আবদুল, জুলহাস এবং মজনু। ভায়াবহ এই আগুনে লেলিহান শিকারে পরিবারগুলো সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।

  স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর মোল্লার মেয়ে নিলুফা বিকেলে চুলার আগুনে রান্না করছিলো। রান্নার এক ফাঁকে সে জলন্ত চুলা রেখে পাশের ঘরে যায়। ফিরে এসে দেখে চুলা থেকে রান্না ঘরে আগুন লেগে গেছে। সাথে সাথে সে  চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। এর মধ্যেই আগুনের লেলিহান শিখা এক ঘর থেকে অন্য ঘরে ছড়িয়ে পড়ে।

  স্থানীয় জনপ্রতিনিধি চুন্নু জানান, তারা আগুন নেভানোর চেষ্টা করতে থাকলেও তা নিয়ন্ত্রণে বাইরে চলে যায়। অল্প সময়ের মধ্যে পাশ্ববর্তী ঘরগুলোতে আগুন ছড়িয়ে যায়।

  স্থানীয় বাসিন্দা ডাক্তার কোবাদ হোসেন জানান, তিনি গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কল দিলে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে তার পূর্বেই পুড়ে ছাই হয়ে যায় ৭টি পরিবারের সব কিছু।

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ