ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫
ভারতে ২৪ ঘন্টায় করোনায় ৪৩২৯ জনের মৃত্যুর রেকর্ড
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২১-০৫-১৮ ১৫:১৩:০৯

ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ হাজার ৩২৯ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জনে দাঁড়ালো। 

  এদিকে একদিনে ভারতে নতুন করে ২ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিগত ২৮ দিনের মধ্যে আক্রান্তের এ সংখ্যা সর্বনিম্ন। 

  গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ করা উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।

  স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ২৪ ঘন্টায় নতুন করে ২ লাখ ৬৩ হাজার ৫৩৩ জন আক্রান্ত হওয়ায় দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬ জনে দাঁড়ালো। তবে এদের মধ্যে ২ কোটি ১৫ লাখ ৯৬ হাজার ৫১২ জন এ রোগ থেকে সেরে উঠেছে। ভারতে করোনাভাইরাসে মৃত্যু হার ১.১০ শতাংশ।

  উল্লেখ্য, গত ২০শে এপ্রিল ২৪ ঘন্টায় মোট ২ লাখ ৫৯ হাজার ১৭০ আক্রান্ত হয়েছিল।

  স্থানীয় সময় সকাল ৮টায় হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে সক্রিয় রোগীর সংখ্যা হ্রাস পেয়ে বর্তমানে ৩৩ লাখ ৫৩ হাজার ৭৬৫ জনে নেমে এসেছে। এ সংখ্যা মোট আক্রান্তের ১৩.২৯ শতাংশ। এদিকে ভারতে এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠার হার ৮৫.৬০ শতাংশ।

এইচএমপিভি ভাইরাস সম্পর্কে যা জানা দরকার
রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা
পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’-ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বশেষ সংবাদ