ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশায় স্বাস্থ্যবিধি না মানায় ১২জনকে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৭-০৬ ১৫:৫২:৩৮

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ের ১২ জন ব্যক্তিকে ৯ হাজার ২ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

  গতকাল ৬ই জুলাই সকাল থেকে বিকাল পর্যন্ত পাংশা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা পাংশা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনিম আওন। 

  পাংশা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনিম আওন বলেন, পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ের ১২টি মামলায় ১২ জন ব্যক্তিকে ৯ হাজার ২শত টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযানে পাংশা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম সহযোগিতা করে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ