রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বড় সাওরাইল গ্রামে গত ৬ই জুলাই রাত সোয়া ১০টার দিকে অভিযান চালিয়ে পুলিশ ২টি অবৈধ অস্ত্র ও ২রাউন্ড কার্তুজসহ ৩জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
গতকাল ৭ই জুলাই দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান অবৈধ অস্ত্র ও গুলিসহ ৩জন সন্ত্রাসীকে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলো ঃ বড় সাওরাইল গ্রামের মিরাজ মন্ডল ওরফে সলকার ছেলে তারু মন্ডল(৩২), একই গ্রামের আব্দুল আজিজ ফকিরের ছেলে মীর কাসেম ফকির(৩২) ও তার ভাই মজনু মন্ডল(৪৫)। গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তিমতে কালুখালী থানা পুলিশ অভিযান চালিয়ে বড় সাওরাইল গ্রামের মোঃ সাদেক সেখের ছেলে রশিদ সেখের বাড়ীর লাকড়ি ঘরের মাচায় ঘষির ভিতরে রাখা ১টি দোনলা বন্দুক ও ১টি একনলা বন্দুক এবং ২টি তাজা কার্তুজ উদ্ধার করে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৯শে জুন রাত পৌনে ১২টার দিকে একদল দুর্বৃত্ত কালুখালী উপজেলার বড় সাওরাইল গ্রামের মোঃ মকছেদ আলী মন্ডলের বাড়ীতে ঢুকে ২লক্ষ টাকা চাঁদাদাবী করে। এ সময় মকছেদ আলী মন্ডল, তার ছেলে আরিফুল ইসলাম আরিফ, ভাই আঃ সালাম, ভাতিজা সবুজকে মারপিট করাসহ ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এ ঘটনায় ৩০শে জুন মকছেদ আলী মন্ডল বাদী হয়ে কালুখালী থানায় মামলা নং-১৮, তারিখ-৩০/০৬/২০২১ খ্রিঃ, ধারাঃ ৩৮৫/৩২৩/৫০৬/৩৪ পেনাল কোড রুজু করে।
মামলা দায়েরের পর পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ও কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসানের নেতৃত্বে এসআই মোঃ মনির হোসেন সন্ত্রাসী দলের দলনেতা কালুখালী উপজেলার বড় সাওরাইল গ্রামের মিরাজ মন্ডল ওরফে সলকার ছেলে তারু মন্ডল (৩২)কে গত ৬ই জুলাই দুপুর সোয়া ১টার সময় পাংশা থানার পিপুলবাড়ীয়া এলাকা থেকে গ্রেফতার করে। তারু মন্ডলকে জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী কালুখালী উপজেলার বড় সাওরাইল গ্রামের আব্দুল আজিজ ফকিরের ছেলে মীর কাসেম ফকির(৩২) ও আব্দুল আজিজ মন্ডলের ছেলে মজনু মন্ডল(৪৫) নাম প্রকাশ করলে পুলিশ তাদেরকে বড় সাওরাইল গ্রাম থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারু আরো জানায়, ঘটনায় ব্যবহৃত অস্ত্র বড় সাওরাইল গ্রামের রশিদ সেখের বাড়ীর লাকড়ি ঘরের মাচায় ঘষির ভিতর রাখা আছে। এ প্রেক্ষিতে কালুখালী থানা পুলিশের অভিযানিক দল রাতভর অভিযান চালিয়ে একটি সচল দোনালা বন্দুক, একটি সচল একনলা বন্দুক, ২টি নীল রংয়ের তাজা কার্তুজ(গুলি) উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে আরো বলা হয়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবহার করে কালুখালী থানা, পাংশা থানা ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকাসহ আশপাশের জেলায় চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন ধরণের অপরাধ করে আসছিল।
উক্ত অস্ত্র উদ্ধারের ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)(এফ) ধারায় কালুখালী থানায় মামলা নং-১, তাং-০৭/০৭/২০২১ রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজী, অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ সাইদুর রহমান, রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদত হোসেন, কালুখালী থানার ওসি নাজমুল হাসান এবং রাজবাড়ী ডিবি’র ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।