ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশায় পুলিশের অভিযানে ৩জন ছিনতাইকারী গ্রেপ্তার
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৮-০৩ ১৪:৩২:৫২
পাংশার যশাই ইউপিতে গত সোমবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ১টি মোটর সাইকেল উদ্ধারসহ ৩জন ছিনতাইকারীতে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির পাটনীতলা নামক এলাকায় গত ২রা আগস্ট দিনগত রাতে অভিযান চালিয়ে ৩জন ছিনতাইকারীকে থানা পুলিশ গ্রেফতার করাসহ ছিনতাইকৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করেছে।

  জানা যায়, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাজরাপাড়া গ্রামের চাঁদ আলী শেখের ছেলে নয়ন শেখ(২৭), একই গ্রামের মোহম্মদ মল্লিকের ছেলে শাকিল(১৯) ও আইয়ুব আলী খাঁর ছেলে মোমিন হাসানকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নয়ন শেখের হেফাজত থেকে জনৈক নূর মোহাম্মদ খান ওরফে তুহিনের ছিনতাই হওয়া ১টি ১১০ সিসি সুজুকি হায়াতি মোটর সাইকেল উদ্ধার করে। 

  ধৃত আসামীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ(দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ এর ৪/৫ ধারায় পাংশা মডেল থানায় মামলা নং-১, তাং-২/৮/২০২১ দায়ের করা হয়েছে।

  পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, গত ১লা আগস্ট রাত সাড়ে ৭টার দিকে ১টি মোটর সাইকেল ছিনতাইয়ের ৫/৬ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে ধৃত আসামীদের গ্রেফতার ও ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়। 

  তিনি বলেন, এলাকায় অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ