হাইকোর্টের নির্দেশে অমান্য করে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত চলাচলকারী অবৈধ ২০টি মাহেন্দ্র ও অটো রিক্সাকে গতকাল ১৫ই জুন আটক করেছে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ। গতকাল সোমবার দিনব্যাপী দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তারা এ গাড়ীগুলো আটক করে থানায় রাখা হয়েছে।