বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম-পিপিএম(বার) গত ১১ই আগস্ট রাজবাড়ী জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরী ঘাট পরিদর্শন করেন।
গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে গোপালগঞ্জ যাবার পথে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পরিদর্শন করেন এবং ঘাটের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন তিনি।
তিনি পাটুরিয়া ঘাটে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে পুলিশের বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
ডিআইজি হাবিবুর রহমান বলেন, পদ্মা সেতুর পিলারের সাথে সম্প্রতি কয়েক বার ফেরীর ধাক্কা লাগে। এ কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ভারী যানবাহন পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। যে কারণে এ রুটের যানবাহনের চাপ বেড়েছে।
এ ছাড়া ১১ই আস্ট বুধবার থেকে লকডাউন শিথিলের কারণে যাত্রীবাহী যানবাহনের চাপও রয়েছে। ঘাটে যানবাহনের চাপ সামাল দিতে বিআইডাব্লিউটিএ ও বিআইডাব্লিউটিসি’র সাথে সমন্বয় করে পুলিশ কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
দৌলতদিয়া ফেরী ঘাট পরিদর্শনকালে রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর প্রমুখ উপস্থিত ছিলেন।