ঢাকা বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪
দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট পরিদর্শনে ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৮-১৩ ১৩:১১:৪৫

বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম-পিপিএম(বার) গত ১১ই আগস্ট রাজবাড়ী জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরী ঘাট পরিদর্শন করেন। 

  গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে গোপালগঞ্জ যাবার পথে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পরিদর্শন করেন এবং ঘাটের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন তিনি। 

  তিনি পাটুরিয়া ঘাটে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে পুলিশের বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

  ডিআইজি হাবিবুর রহমান বলেন, পদ্মা সেতুর পিলারের সাথে সম্প্রতি কয়েক বার ফেরীর ধাক্কা লাগে। এ কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ভারী যানবাহন পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। যে কারণে এ রুটের যানবাহনের চাপ বেড়েছে।

  এ ছাড়া ১১ই আস্ট বুধবার থেকে লকডাউন শিথিলের কারণে যাত্রীবাহী যানবাহনের চাপও রয়েছে। ঘাটে যানবাহনের চাপ সামাল দিতে বিআইডাব্লিউটিএ ও বিআইডাব্লিউটিসি’র সাথে সমন্বয় করে পুলিশ কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

  দৌলতদিয়া ফেরী ঘাট পরিদর্শনকালে রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর প্রমুখ উপস্থিত ছিলেন। 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমকে এসবিতে বদলি
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পুলিশ সুপারের বাণী
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পুলিশ সুপারের শুভেচ্ছ বাণী
সর্বশেষ সংবাদ