রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির গঙ্গানন্দদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুস সবুর(৫৫) গতকাল ২০শে আগস্ট দুপুর ১২টার দিকে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
কালুখালী-বালিয়াকান্দির সোনাপুর সড়কের সোনাপুর এলাকায় দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। এ সময় তার পুত্র আবু জায়েদ(২০) গুরুতর আহত হয়। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা মোটর সাইকেল যোগে এক আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন।
মোটর সাইকেল দুঘটনায় নিহত মাদরাসা সুপার মাওলানা আব্দুস সবুরের বাড়ি কালুখালী উপজেলার কালিকাপুর ইউপির রায়নগর গ্রামে।
কালুখালী থানার ইন্সপেক্টর মোঃ আব্দুল গণি বলেন, নিহত সবুরের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, মাদরাসা সুপার মাওলানা আব্দুস সবুর বিনয়ী ও নম্রভাবে চলাফেরা করতেন। তিনি একজন ভালো মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে রায়নগর এলাকাসহ মাদরাসা শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে।