ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
পাংশায় ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাসের উদ্যোগে তৃতীয় ধাপে ত্রাণ সামগ্রী বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২০-০৫-০৮ ১৫:২৬:৪৮
পাংশায় করোনা পরিস্থিতি মোকাবেলায় গতকাল শুক্রবার সকালে তৃতীয় ধাপে দরিদ্র দেড়শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস গতকাল ৮ই মে সকালে পাংশা আইডিয়াল গার্লস কলেজ প্রাঙ্গনে তৃতীয় ধাপে দেড়শত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। 
  করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সার্বিক দিক-নির্দেশনায় এবং তার জ্যেষ্ঠ পুত্র ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আশিক মাহমুদ মিতুলের সহযোগিতায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
  জানা যায়, গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে পাংশা আইডিয়াল গার্লস কলেজ প্রাঙ্গনে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফীউদ্দিন(পাতা) এবং পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। 
  এ সময় পাংশা পৌরসভার প্যানেল মেয়র ও পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর লাভলু বিশ্বাস, পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লাল্টু বিশ্বাসসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এবারে প্রত্যেকের ১০ কেজি চাল, ২ কেজি ছোলা ও ১ কেজি ডাল বিতরণ করা হয়।
  এর আগে দুইবারে ৩শত দরিদ্র পরিবারকে প্রত্যেকের ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ২ লিটার তেল, ১ কেজি লবন ও ১টি সাবান বিতরণ করেন তিনি। 
  করোনা পরিস্থিতি মোকাবেলায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 বালিয়াকান্দিতে বিজয় দিবস উপলক্ষ্যে প্রশাসনের আয়োজন প্রস্তুতিমূলক সভা
আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ
দৌলতদিয়ায় বাস থেকে ফেন্সিডিলসহ যাত্রী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ