বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র রাজবাড়ী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক কমরেড সৌমেন দাস ভরতের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সিপিবির আয়োজনে গত ১৪ই সেপ্টেম্বর বিকালে রেলওয়ে আজাদী ময়দান সংলগ্ন আশু ভরদ্বাজ স্মৃতি সংসদ কার্যালয়ে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ কমলা কান্ত চক্রবর্তী বাবনের সঞ্চালনায় সভায় জেলা সিপিবির সাবেক সভাপতি আবুল কালাম, বাংলাদেশ জাসদ জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাস, জেলা কৃষক সমিতির সভাপতি মুজিব আলম বকুল, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মন্ডল, সদর উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, সিপিবি নেতা ক্বারী মোঃ শাহাবুদ্দিন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এজাজ আহম্মেদ, আব্দুল হালিম বাবু ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহম্মেদ রিপন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, কমরেড সৌমেন দাস ভরত শোষণ-বৈষম্যমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। সকল প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে অংশ নিতেন। তার সংগ্রামকে বেগবান করে আমরা শক্তিশালী কমিউনিস্ট পার্টি গড়ে তুলবো।