ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
বালিয়াকান্দিতে গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৯-১৫ ১৪:১১:৩৭

জন্ম-মৃত্যু নিবন্ধনসহ অন্যান্য কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত ৬৩ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল ১৫ই সেপ্টেম্বর সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এই বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন ।

বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
বালিয়াকান্দি সরকারী কলেজের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন
সর্বশেষ সংবাদ